পদ্মাসেতু উদ্বোধনে নিশ্ছিদ্র নিরাপত্তা

15

পূর্বদেশ ডেস্ক
নানা শঙ্কা প্রকাশের প্রেক্ষাপটে পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সেতুর উদ্বোধনী আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি একথা বলেন। আগামী ২৫ জুন দক্ষিণ জনপদের সঙ্গে রাজধানীর স্থলপথে সংযোগকারী পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিদ্ধান্ত হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গমনাগমন ও অবস্থানকালে নিশ্চিদ্র নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানস্থল এবং পার্শ্ববর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। খবর বিডিনিউজের
নিরাপত্তা নিশ্চিত করতে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। এছাড়া নৌনিরাপত্তায় নৌপুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা থাকবে।
পদ্মা সেতুর উদ্বোধন বানচাল করতে ষড়যন্ত্র হচ্ছে বলে স¤প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলেছেন। এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও একই ধরনের শঙ্কার কথা জানিয়েছিলেন। সভায় জানানো হয়, অনুষ্ঠানস্থল বা পদ্মা সেতুকেন্দ্রিক নাশকতা প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
সেতু উদ্বোধনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী থাকবে। জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, ষ পৃষ্ঠা ২, কলাম ৪.
ষ শেষ পৃষ্ঠার পর
প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, পানি ও মোবাইল টয়লেটের ব্যবস্থা থাকবে। পদ্মা সেতুকে ঘিরে উত্তর প্রান্তে মুন্সীগঞ্জের মাওয়ায় স্থাপন করা হয়েছে উত্তর থানা। আর সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরায় স্থাপন করা হয়েছে দক্ষিণ থানা। মঙ্গলবার থানা দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশ সদর দপ্তর জানায়, প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি পদ্মা সেতু (উত্তর) থানা ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার কার্যক্রম উদ্বোধন করবেন। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ নির্মিত (দ্বিতীয় পর্যায়) ১২০টি গৃহ হস্তান্তর, পুলিশ হাসপাতালসমূহের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ৬টি নারী ব্যারাক এবং অনলাইন জিডি কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।