নেইমার ভুলই করে ফেলেছে

53

নেইমারকে নিয়ে পিএসজি-বার্সা টানাটানি, রিয়ালের ওঁত পেতে থাকা, দলবদলের বাঁকে নানান নাটক-উত্তাপের শেষ হয়নি। ২ সেপ্টেম্বর চলতি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এসব থামার কোনো সম্ভাবনাও নেই। সেটা ব্রাজিল তারকার ক্লাব ছাড়া হোক না-হোক। এ সবকিছুতে অবশ্য বিরক্ত ফরাসি জায়ান্টরা। পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো তো সরাসরি বলেই দিলেন, ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে ভুলই করেছেন নেইমার। মাত্র দু’বছর আগেই নেইমারকে কিনেছে পিএসজি। দলবদলের অলটাইম রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে। সেটি এই বার্সেলোনা থেকেই। যেখানে ফিরতে নেইমারের ইচ্ছা-উৎসাহের বিষয়টি আর গোপন কিছু নয়। দুই ক্লাবের আনুষ্ঠানিক আলোচনা প্রথম দফায় অবশ্য ভেস্তে গেছে। গত মঙ্গলবার ফ্রান্সে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে বার্সার সবরকম প্রস্তাবেই না বলেছে ফরাসি ক্লাবটির প্রতিনিধিরা।
নেইমারের ক্লাব ছাড়ার জন্য তৈরি এমন পরিস্থিতিতে পিএসজির সমর্থকরা পর্যন্ত বিরক্ত। মাঠে তারা নেইমার-হটাও ব্যানার নিয়ে আসছে। অবশ্য কোচ থমাস টুখেল সব মিটে একটা ফয়সালা না হওয়া পর্যন্ত ব্রাজিল ফরোয়ার্ডকে স্কোয়াডেই অন্তর্ভুক্ত করছেন না। লিগে প্রথম ম্যাচে দলে রাখেননি, তার আগে প্রাক-মৌসুম ম্যাচেও বিবেচনা করেননি। নেইমার ইস্যুর দ্রুত একটা সমাধান চায় ফ্রেঞ্চ জায়ান্টরা। সেই সমাধানে এগিয়ে গিয়েছিল বার্সাই। নগদ ৭৪ মিলিয়ন ইউরোর সঙ্গে ফিলিপে কৌতিনহো ও ইভান রাকিটিচকে দিতে চেয়েছিল কাতালান জায়ান্টরা। পিএসজি আপত্তি করেছে। দুবছর আগে ২২২ মিলিয়ন ইউরোর ব্লবাস্টার রেকর্ড দামে বার্সা থেকেই কিনে নেইমারকে এত সহজ দামে ছাড়তে নারাজ তারা। পুরোটাই নগদ অর্থ চাচ্ছে ক্লাবটি। প্রস্তাবে খেলোয়াড় সংযুক্ত থাকলেও নগদ অর্থটা ১৩৮ মিলিয়ন ইউরো চাচ্ছে ফ্রেঞ্চ জায়ান্টরা। এখন শুধু কলম-একাউন্টে মিলে গেলেই হয়।