নেইমারের চোট নিয়ে চিন্তায় ব্রাজিল কোচ

57

গত বছরের চোট পাওয়ার জায়গায় পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার আবারও আঘাত পাওয়ায় তার ফিটনেস নিয়ে চিন্তায় পড়েছেন ব্রাজিলের কোচ তিতে।
বুধবার ফরাসি কাপে স্ত্রাসবুরের বিপক্ষে ম্যাচে পায়ে চোট পান নেইমার। ৬২তম মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙায় প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে যে আগের চোটের জায়গাতেই আবারও ব্যথা পেয়েছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।
চলতি বছরের জুন-জুলাইয়ে ব্রাজিলে বসবে কোপা আমেরিকার আসর। আট বারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই ট্রফি জিতেছিল ২০০৭ সালে। ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারে বড় ভরসা নেইমারকে নিয়ে তাই চিন্তায় তিতে।