নির্বাচনে জাতির উন্নয়ন অগ্রগতির জয় হয়েছে

42

আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিঙ্ককুশ জয়লাভ করায় বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সোমবার বেলা ১১টায় চবি বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, এবিজয় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের জয়, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের জয়, এ জয় অন্ধকারের অপশক্তির বিরুদ্ধে জয়, এ জয় জাতির উন্নয়ন-অগ্রগতির জয়, এ জয় দেশরতœ শেখ হাসিনার উন্নয়ন দর্শনের জয়। নির্বাচনকে সামনে রেখে বিজয়ের এ মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রাম জেলার প্রায় সকল উপজেলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাসব্যাপী বিজয়ের গৌরবগাঁথা প্রজন্মের সন্তানসহ সকলের কাছে তুলে ধরা হয়েছে। যার ফলশ্রুতিতে চট্টগ্রামের মানুষ শেখ হাসিনার মনোনীত প্রার্থীদেরকে চট্টগ্রাম জেলার সকল আসনে বিজয়ী করতে সক্ষম হয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে জাতির জনকের স্বপ্নের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আগামী দিনে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াসে কাজ করার আহবান জানান। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী ও সাধারণ সম্পাদক মশিবুর রহমান, প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি