নাসুমকে পেছনে ফেলে সেপ্টেম্বর সেরা লামিচানে

6

 

মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানদের পাশে নিজের নাম লেখাতে পারলেন না বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। আইসিসির মাসসেরা ক্রিকেটার হতে পারেননি তিনি। এদিকে নাসুম এবং জাসকারানকে পেছনে ফেলে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নেপালের বিস্ময় বালক স›দ্বীপ লামিচানে। লামিচানে গত মাসে আইসিসির ওয়ার্ল্ড কাপ সুপার লিগের দ্বিতীয় স্তরে দারুণ বোলিং করেছেন। ৬ ওয়ানডেতে তিনি তুলে নিয়েছেন ১৮ উইকেট। এম পারফরম্যান্সের দৃশ্যমান পুরস্কারটি পেলেন এই লেগ স্পিনার। হেরে যাওয়া নাসুম নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ৩-২ ব্যবধানে জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাঁহাতি স্পিনে ওভারপ্রতি ৪.৭৮ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৮টি, যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। চতুর্থ ম্যাচে ১০ রানে ৪ উইকেট নিয়ে গড়েছিলেন ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি। ধারাবাহিক পারফরম্যান্সেও তিনিও প্রথমবার মনোনিত হন মাস সেরার লড়াইয়ে। আর জাসকারান আলোচনায় আসেন ওয়ানডেতে দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওভারে ছয় ছক্কা মেরে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ওই ম্যাচে তিনি খেলেন ১৭৩ রানের অপরাজিত ইনিংস। ওয়ানডেতে পাঁচে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড। নারী ক্রিকেটে সেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হিদার নাইট। ইংল্যান্ড অধিনায়ক সতীর্থ চার্লি ডিন ও দক্ষিণ আফ্রিকার লিজেল লি’কে পেছনে ফেলেছেন।