নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে : মেয়র

45

বিকেএমইএ’র সার্বিক সহযোগিতায় দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষে ২১নং জামালাখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও বিকেএমইএ’র পরিচালক রাজীব দাশ সুজয়ের ব্যবস্থাপনায় পরিচালিত “শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্র” ১ম ব্যাচের ৩০ জন নারী প্রশিক্ষণার্থীর মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ও সম্মানিভাতা বিতরণ অনুষ্ঠান গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১নং জামালাখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, বিকেএমইএ পরিচালক রাজীব দাশ সুজয়, বিকেএমইএ’র সাবেক পরিচালক শওকত ওসমান।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দক্ষ জনশক্তির সুদূরপ্রসারী ফলাফল পড়েছে দেশের অর্থনীতির উপর। পুরুষের পাশাপাশি নারীরাও সমানতালে এগিয়ে চলেছে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রশিক্ষিত নারীর বিকল্প নেই। আজকের প্রশিক্ষণ প্রাপ্ত নারীরা গার্মেন্টস কারখানাসমূহে চাকরি নিয়ে কিংবা প্রশিক্ষণলব্ধ জ্ঞান দিয়ে উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।
বিকেএমইএ’র সিনিয়র যুগ্ম সচিব আলতাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, বিকেএমইএ ইউনিট এডমিনিস্ট্রেটর নিয়াজ মো. নঈমুল হকসহ প্রমুখ।
উল্লেখ্য, বিনামূল্যে পরিচালিত এই শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রতি মাসে ৩০ জন শ্রমিককে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ সমাপ্তির পর প্রশিক্ষিত জনবলকে সনদ প্রদান ও পোশাক কারখানায় চাকরির ব্যবস্থা করা হয়।