নবাগত সন্তানের মুখ দেখা হলো না পিতার

0
নবাগত সন্তানের মুখ দেখা হলো  না পিতার

ফটিকছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে ওসমান গণি (৩০) নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে মোহাম্মদজ্জামান চৌধুরীর বাড়ীর বদিউল আলমের নির্মাণাধীন পাকা ঘরে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ওসমান ২০১৭ সালের শেষ দিকে বিয়ে করেন। বিয়ের পর পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করে আসছিলেন। হঠাৎ তার মানসিক সমস্যা দেখা দিলে ডাক্তার দেখানো হয়। পরে আবার প্রবাসে চলে যান। কয়েক মাস আগে দেশে ফিরে ছোট বোন রিমা আকতারের শ্বশুর বাড়ীতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার ভোরে তার বোনের ভাসুরের নির্মাণাধীন ঘরে ছাদের লোহার সাথে গলায় মাফলার প্যাঁচিয়ে আত্মহত্যা করেন।
এদিকে গত ১ মার্চ তার স্ত্রীর কোলজুড়ে আসে পুত্র সন্তান। সোমবার ওসমান ছেলেকে দেখতে যাওয়ার কথা ছিল। কিন্তু নবাগত সন্তানের মুখ দেখা হলো না পিতার।
ওসমান গণি কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভোলাগাজী বাড়ীর মৃত মুহাম্মদ হোসেনের পুত্র বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোজাহেরুল ইসলাম। ওসমানের ছোট ভাই মাস্টার ইসমাইল হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।