নতুনব্রিজ-ভেড়ামার্কেট সড়ক হকারমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

19

 

নতুনব্রিজ থেকে ভেড়ামার্কেট পর্যন্ত সড়কের অধিকাংশ জায়গা হকারদের দখলে থাকায় নিত্যদিনের সৃষ্ট যানজট নিরসনের দাবিতে চট্টগ্রাম সিটি যাত্রী কল্যাণ সমিতির এক জরুরি সভা ২৬ ফেব্রুয়ারি, রবিবার সকালে আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন নতুনব্রিজ-ভেড়ামার্কেট- চামড়াগুদাম সড়ক সম্প্রসারিত হলেও যাত্রী সাধারণ এর সুফল পাচ্ছে না। কারণ উক্ত সড়কের প্রায় অধিকাংশ জায়গা হকারেরা অবৈধভাবে দখল করে রেখে ব্যবসা পরিচালনা করছে। কতিপয় চাঁদাবাজচক্রের সক্রিয় মদদে হকারেরা পুরো রাস্তা দিন দিন গ্রাস করে ফেলছে। এতে যানবাহন চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়ায় প্রতিদিন এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পথচারীরা হাঁটাচলা করতে পারছে না। এই কারণে যাত্রীসাধারণ সীমাহিন ভোগান্তির পাশাপাশি কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এই অবস্থায় অবিলম্বে দক্ষিণ চট্টগ্রামবাসীর শহরে প্রবেশদ্বার নতুনব্রিজ-ভেড়ামার্কেট চামড়ার গুদাম সড়কের অবৈধ দখলকারীর হকারদের দ্রুত উচ্ছেদ করে যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ করার জন্য চসিক মেয়র, সিএমপি কমিশনার, সিডিএ চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সভায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, আবু তাহের, ওবায়দুল হক, আমিন উল্লাহ, আলী আশরাফ, ফরহাদ উদ্দিন হিরু, এনামুল হক, ওসমান গণি প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি