নগরে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম

3


দেওয়ান বাজার ওয়ার্ড :
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শতভাগ জনগণকে কোভিড-১৯ টিকার আওতায় আনার যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সার্বিক ব্যবস্থপনায় ওয়ার্ড পযার্য়ে কোভিড-১৯ টিকা দান কর্মসূচি আওতায় ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডে গণটিকার দ্বিতীয় পর্যায়ে গত ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ টিকা প্রদান করা হয়, তারই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর বৃহস্পতিবার প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ টিকা প্রদান কার্যক্রম কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী’র তত্বাবধানে পরিচালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর দেওয়ান বাজার ওয়ার্ড, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ পেয়ার মোহাম্মদ, কোতায়ালী থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আবু জাফর চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল হারুন সহ এলাকার ব্যক্তিবর্গ যথা শাহ আলম, মো. ইলিয়াছ, মো. ইকবাল, হাসান শহীদ, এরশাদ মোমেন টিপু, মো. শহীদ, মো. সালাউদ্দিন, শাহেদ মোমেন খান, উম্মে সালমা তানিয়া, মো. খোরশেদ, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, মো. শাহরিয়া শওকত, রবিউল আলম বাধঁন, হিমেল হোসেন ও সচেতন ব্যক্তিবর্গ।
লালখান বাজার ওয়ার্ড :
লালখান বাজার ওয়ার্ডের শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়, ডেবারপাড় শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় ও নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফল ও শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে উপহার ২য় ধাপের গণটিকাদান কার্যক্রমের ২য় ডোজ টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। এ সময় উপস্থিত ছিলেন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তপন সিংহ, বিশ্বজিৎ চৌধুরী, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মহানগর আওয়ামী যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, মহিলা আওয়ামী লীগ নেত্রী শেখ তাছলিমা, এড. সীমা, আফসানা আক্তার রুমা, ওয়ার্ড যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সাজ্জাদুর রহমান, এস এম তানভীর, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আলমগীর হোসেন, মঈন উদ্দিন আহমেদ মহিন, শরীফ হোসেন, আবদুল হালিম রুবেল, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান, এম এস অলি, রাসেল মাহমুদ, শ্রমিক লীগ নেতা কাজী সালাউদ্দিন লাভলু, নাহিদ হোসেন রাসেল, তাসফিন আহমেদ সাগর, মো. আলাউদ্দিন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা মাইনুল হাসান সাকিব, মঈন উদ্দিন আজমীর, নাসির মোবিন, দীপঙ্কর দাশ, রূপক দাশ প্রমুখ।