দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বেড়েছে

21

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, নিত্যপ্রয়োজনীর দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ আজ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্থ। দ্রব্যমূল্যের চরম ঊধ্বগতির কারণে জনজীবনে চরম হাহাকার চলছে। ঠিক সে মুহূর্তে গ্যাস এর দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে পণ্য ও সেবার মূল্য আরোও বৃদ্ধি পাবে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই দেশে দূর্ভিক্ষ দেখা দিবে। আর আমাদের দেশের মন্ত্রীগণ মূল্যবৃদ্ধির পিছনে জনগণকে দায়ী করে উপহাসমূলক বক্তব্য দিচ্ছেন। জনগণের স্বার্থরক্ষার পরিবর্তে তারা অসাধু, দুর্নীতিবাজ , লুটেরা, মুনাফাখোর সিন্ডিকেট ব্যাবসায়ীদের পক্ষ নিয়েছে। যারা বাজারে কৃত্রিম সংকট র্সষ্টি করছে, মূল্যবৃদ্ধি করছে, তাদের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। কারণ এই অসাধু সিন্ডিকেটগুলোর সাথে সরকার দলের লোকজনই জড়িত। আওয়ামী স্বেচ্ছাচারী শাসনে উদ্ভুত মহাদুর্নীতির প্রবল চাপে গণতন্ত্রকে মাটিতে মিশিয়ে দেয়া হয়েছে। অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে এদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল এর যুগ্ম আহবায়ক ইসকান্দর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, সাবেক সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সদস্য মঞ্জুর আলম মঞ্জু, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী নিজামুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা ফজল আজিম মাসুম, মো. আকতার, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহানগর যুবদল নেতা আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম। ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল এর যুগ্ম আহবায়ক শফিউল্লাহ মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপি নেতা জামাল উদ্দিন প্রমুখ।