দ্বিতীয় ওয়ানডেতেও হারলো বাংলাদেশের যুবারা

20

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে হারের বৃত্তেই আটকে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে লাল-সবুজ জার্সিধারীদের ২৭২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে খেলতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৯৩ রানে। ফলে ৭৮ রানের বড় ব্যবধানে হার মানে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামে পাকিস্তানের ২৭১ রানের জবাবে খেলতে নেমে ওপেনার আশিকুর রহমান শিবলি রানের খাতা না খুলেই আউট হন। এরপর ছোট-ছোট কিছু জুটি হলেও সেসব ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মিডল অর্ডার ব্যাটার শিহাব জেমস। ওপেনার আদিল বিন সিদ্দিকের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস। এছাড়া জাকারিয়া ইসলাম শান্ত (২৪), আহরার আমিন (২৩), মাহফুজুর রাব্বির (২২) ইনিংসের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৭ ওভারে গুটিয়ে যায়।
পাকিস্তানের হয়ে মোহাম্মদ ইসমাইল ৫০ রানে তিনটি উইকেট নিয়েছেন। আইমল খান, আরাফাত আহমেদ ও আলী আসফান্দ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় পাকিস্তান। আজান ১২৫ বলে ১৫ চারে ১০৫ রানের ইনিংস খেলেন। শেষ বলে অলআউট হয় তারা। বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হাসান ইমন ৭২ রানে নেন চারটি উইকেট। এছাড়া মাহফুজুর রাব্বি নেন ৫২ রানে তিন উইকেট। ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০ তে পিছিয়ে। বাকি তিনটি ম্যাচ রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।