দায়িত্ব ছেড়ে দিলেন ইনজামাম উল হক

31

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের পদ ছাড়লেন সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। আগামী ৩০ জুলাইয়ের পর আর দায়িত্বে থাকবেন না ইনজি। বুধবার (১৭ জুলাই) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজের পদত্যাগের ঘোষণা দেন পাকিস্তানের সাবেক দলপতি।
ইনজি জানান, আমি মনে করি এটাই সরে দাঁড়ানোর সঠিক সময়। জাতীয় দলের জন্য ৩০ জুলাই পর্যন্ত কাজ করে যাব। বিশ্বকাপ শেষে ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর বোর্ডকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। ২০১৬ সালে জাতীয় দলকে নিয়ে কাজ শুরু করেছিলাম। বোর্ডের অধীনে কাজ করে আমি খুশি। এখন আমি চাই, আমার জায়গায় নতুন কেউ দায়িত্ব নিক। যিনি নতুন নতুন চিন্তা, ধারণা নিয়ে কাজ করবেন।
বোর্ডের পক্ষ থেকে তরুণ ক্রিকেটারদের দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান ইনজি। প্রধান নির্বাচকের পদে থাকা এই সাবেক দলপতি জানিয়ে রাখলেন, পরের ১৫-২০ বছর জাতীয় দলকে সার্ভিস দেওয়ার মতো ক্রিকেটার তাদের হাতে আছে। শক্ত পাইপলাইন নিয়েই পাকিস্তান আগামী বছরগুলোতে লড়ে যাবে।