দলে ফিরতে বিপিএলে চোখ আল আমিনেরও

25

লম্বা সময় ধরেই আছেন জাতীয় দলের বাইরে। দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৬ সালের মার্চে, টি২০ বিশ্বকাপের ম্যাচে। মাঝের প্রায় তিন বছর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও আল-আমিন হোসেন আছেন একরকম আলোচনার বাইরে। তবে এবার সুযোগ এসেছে আবারও আলোচনায় আসার।
ঘরোয়া ক্রিকেটের জমজমাট টুর্নামেন্ট বিপিএলে আল-আমিন খেলছেন সিলেট সিক্সার্সের হয়ে। অভিজ্ঞতা থেকেই জানেন, এই টুর্নামেন্টে ভালো করতে পারলে নজরে পড়া যায় নির্বাচকদের। এর আগে সাব্বির রহমানও বলেছেন একই কথা।
এছাড়া জাতীয় দলে ফিরতে বিপিএলকে পাখির চোখ করছেন মোহাম্মদ আশরাফুলও।
গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে সিলেট সিক্সার্স দলের অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে এবং ২৫টি টি২০ ম্যাচ খেলা এই পেসার।
জানান, নিজের সেরাটা দিয়েই জাতীয় দলে ঢোকার দৌড়ে আবার শামিল হতে চাইবেন তিনি, ‘বিপিএল একটা অনেক বড় টুর্নামেন্ট, সবাই খেলা দেখে। আমার কাছে মনে হয়, এটা একটা অনেক বড় সুযোগ। এখানে ভালো খেললে জাতীয় দলে ঢোকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।’
আগামী ৬ জানুয়ারি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট।