দখলদারিত্ব থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে ছাত্র আন্দোলনের আহবান

9

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সম্মেলনে সন্ত্রাস-দখলদারিত্ব থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের আহবান জানানো হয়েছে। গত শুক্রবার বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএসএম নজরুল ইসলাম। এরপর শোভাযাত্রা নিয়ে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় যোগ দেন। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য উত্তম চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উলাহ এবং রাঙ্গামাটি জেলার সভাপতি প্রান্ত রনি। সভায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা এখনও অবহেলিত, সবখানে শুধু নেই আর নেই। সাত হাজার প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই। শিক্ষার মান নেই। খাতা, বই, শিক্ষা উপকরণের দাম যেভাবে বাড়ছে, অভিভাবকদের কেনার সামর্থ্য নেই। ছাত্র অনুপাতে শিক্ষক নেই, গবেষণায় বরাদ্দ নেই, যাতায়াতের সুবিধা নেই, টিএসসি নেই, ছাত্রসংসদ নির্বাচন নেই। আছে শুধু কলেজ-বিশ্ববিদ্যালয়ে শাসক দলের ছাত্র সংগঠনের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব। এ অবস্থা থেকে শিক্ষাঙ্গনকে বের করে আনতে হবে। ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে। আলোচনা সভার পর উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, কলরব ও রাগেশ্রীর শিল্পীরা সম্মিলিতভাবে সঙ্গীত এবং বোধনের শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। দুই দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে গত শনিবার সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।