ঢাকা সমিতি চট্টগ্রামের করম আলী স্মরণসভা

52

 

গত ৩ জুন বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম-এর সাবেক সভাপতি ও হোটেল আগ্রাবাদ লি. এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম.করম আলীর স্মৃতিচারণ উপলক্ষে হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান। সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় মরহুম এ.এইচ.এম. করম আলীর বর্ণাঢ্য জীবন ও মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই সাদা মনের মানুষের কর্মময় জীবন ও তাঁর বহুমুখী সৃষ্টিশীল কার্যাবলীর প্রসংশা করে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি ও জিপিএইচ গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি প্রিন্সিপাল এম.এ কাসেম ও ডা. মোজাম্মেল হক শারিফী, উপদেষ্টা মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মৃধা, কোষাধ্যক্ষ বদিউজ জামান খান, প্রচার সম্পাদক হাফেজ মো. আনোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. এমদাদুল হক, জীবন সদস্য ও জি.পি.এইচ ইস্পাত এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, জীবন সদস্য এ.কে.এম জামান বাবু ও মোজাম্মেল হোসেন খান, সাবেক কোষাধ্যক্ষ এম. শহীদুল ইসলাম, ইষ্টার্ণ রিফাইনারীর সাবেক এম.ডি আবদুল ওয়াদুদ, ড্রাইডক লি. এর এম.ডি কমোডর মকসুদুল আলম, নেভী স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম, টুরিস্ট পুলিশের এডিশন্যাল ডি.আই.জি, মোহাম্মদ মুসলিম প্রমুখ। সভায় বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম এর দীর্ঘ তিন যুগের অধিক সভাপতি পদে অধিষ্ঠিত থেকে তাঁর কর্মকান্ডের উপর ‘শ্রদ্ধায় স্মরণ’ নামে প্রকাশিত স্মরণিকা বিতরণ করা হয়। সভাপতির ভাষণে মো. হাবিবুর রহমান তাঁর রুহের মাগফেরাত কামনা করে বলেন, বৃহত্তর ঢাকাবাসী তাঁদের একজন দুঃসময়ের সাথী ও একজন অভিভাবককে হারিয়েছে। বিজ্ঞপ্তি