ড. হাসান মাহমুদের সাথে সিবিআইএফ’র সাক্ষাৎ

10

গত ১ মে, রবিবার রাতে তথ্য্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ’র সাথে সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া ফেন্ডশীপ (সিবিআইএফ) চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক প্রধান ও জেলা শাখার সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরী’র নেতৃত্বে সিবিআইএফ-চট্টগ্রাম এর প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে সিবিআইএফ নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিবিআইএফ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কাউন্সিলর আনজুমান আরা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রূপম রায়, মহিলা বিষয়ক সম্পাদিকা জগদা চৌধুরী সুপ্রিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক প্রণব দে, কেন্দ্রীয় প্রচার সেলের সদস্য অরিজিৎ বিশ্বাস মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাতকালে ড. হাসান মাহমুদ বলেন, ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশ। আমাদের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অকল্পনীয় ও অবিস্মরণীয়। দুদেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও মৈত্রীর সম্পর্ক উন্নয়নে সিবিআইএফ জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি