‘সমাজগঠনে মাস্টার ছিদ্দিক আহমদের আদর্শ স্মরণীয়’

8

প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার এবং আলোকিত সমাজ গঠনে মাস্টার ছিদ্দিক আহমদ চৌধুরীর অবদান অনস্বীকার্য। তিনি মানবিক মূল্যবোধে জাগ্রত প্রজন্ম সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। প্রত্যন্ত অঞ্চলে তার বহুমাত্রিক ইতিবাচক কর্মপ্রক্রিয়া নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। চট্টগ্রামের বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব, গুণী শিক্ষক মরহুম মাষ্টার ছিদ্দিক আহমদ চৌধুরীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের মক্কার আজিজিয়া হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। মাস্টার ছিদ্দিক আহমদ চৌধুরী সোসাইটির উদ্যোগে সংস্থাটির সভাপতি ও সমাজকর্মী তারেক আজিজ চৌধুরী’র সভাপতিত্বে এবং সংগঠক শুয়াইব আজাদের সঞ্চালনায় গত ২৫ জুলাই সম্পন্ন হওয়া অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শহীদুল্লাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মক্কার ব্যবসায়ী মো. আবু কালাম আজাদ, গণ-অধিকার পরিষদ মিডলিস্ট’র সমন্বয়ক মুহাম্মদ নাছের খান চৌধুরী, প্রবাসী ফোরাম মক্কার সভাপতি মো. মুরাদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মো. মনজুর আলম, লোহাগাড়া প্রবাসী সমিতি, সৌদি আরব’র যুগ্ম আহব্বায়ক জাকের উল্লাহ বাচ্চু, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন সৌদি আরব সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, দৈনিক দেশ বার্তার প্রকাশক মো. জসিম উদ্দিন, এটিএন বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, মরহুমের দৌহিত্র জিয়া উদ্দীন চৌধুরী, শাহ মোয়াজ্জেম চৌধুরী ইয়াহিয়া, মো. মোর্শেদ, মো. আকবর হোসেন, রাজনীতিক জাহাঙ্গীর চৌধুরী, ইঞ্জি. তাজুল ইসলাম, মো. জুয়েল, আব্দুল রহিম, মো. রকি, মো. সানি প্রমুখ। অনুষ্ঠানে মরহুম মাষ্টার ছিদ্দিক আহমদ চৌধুরীর কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন মাওলানা শেখ ফারুক। বিজ্ঞপ্তি