ডেটা অ্যানালিটিক্স নিয়ে দেশের একমাত্র মাস্টার্স ইডিইউতে

4

 

তথ্য-প্রযুক্তির এ যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে ডেটা। বর্তমান চাকরির বাজারে ডেটা পরিচালনা ও বিশ্লেষণ করার দক্ষতা যাদের রয়েছে তাদের চাহিদাই সবচেয়ে বেশি। বাংলাদেশে এ বিষয়ে দক্ষ কর্মীর অভাব পূরণে উদ্যোগ নিয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। এমএসসি ইন ডেটা অ্যানালিটিকস অ্যান্ড ডিজাইন থিংকিং ফর বিজনেস শিরোনামে একটি বিশেষ মাস্টার্স প্রোগ্রাম শুরু করেছে এ বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশের প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত গ্র্যাজুয়েটরা এ প্রোগ্রামে ভর্তি হতে পারবে। ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধার সন্তান সাঈদ আল নোমানের প্রস্তাবনায় মুক্তিযুদ্ধে শহীদ নূতন চন্দ্র সিংহকে সম্মান জানিয়ে বিশেষ বৃত্তির অধীনে ভর্তিচ্ছুরা পাবে টিউশন ফি’তে ৭০ শতাংশ ছাড়। বিজ্ঞপ্তি