ডায়াবেটিক হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার

16

 

ডায়াবেটিস রোগীদের জিনগত পরিবর্তন ও এর প্রভাবের উপর চলা দীর্ঘ ৫ বছরের গবেষণাপত্রের উপর বৈজ্ঞানিক সেমিনার চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সেমিনার কক্ষে ডা. নওশাদ আজগরের সভাপতিত্বে গত বুধবার অনুষ্ঠিত হয়। এতে মুখ্য গবেষক ছিলেন চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আদনান মান্নান। তিনি বলেন, গবেষণায় চট্টগ্রামে প্রতি তিনজন ডায়াবেটিস রোগীর মধ্যে একজনের জিনগত পরিবর্তন এসেছে। এই জিনগত পরিবর্তন ইনসুলিন তৈরির প্রবণতা কমিয়ে দেয় বলে গবেষণা থেকে ধারণা করা হয়। তিনি আরো জানান, এই জিন প্রতিটি মানুষের মধ্যেই থাকে। কিন্তু ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেক ক্ষেত্রে এই জিনে মিউটেশন বা জিনগত পরিবর্তন দেখা গেছে। অল্প বয়সে এই জিনগত পরিবর্তনের মধ্য দিয়ে ডায়াবেটিসের সম্ভাব্যতা যাচাই করা সম্ভব। তবে এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে প্রথমত ওষুধ ও ইনসুলিনের বিকল্প কি ওষুধ প্রয়োগ করা দরকার, এজন্য অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে বলে তিনি দাবি করেন। ডায়াবেটিস রোগীদের জিনগত পরিবর্তন ভৌগলিক অবস্থান, জীবনযাত্রার মান, খাদ্যাভ্যাসের প্রভাব রয়েছে জানান। হাসপাতালের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ডায়াবেটিস রোগীদের জিনগত পরিবর্তনের বিষয়ে বাংলাদেশে প্রথম গবেষণা করার জন্য অধ্যাপক আদনান মান্নানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডায়াবেটিস রোগ ও চিকিৎসার উপর গবেষণার জন্য শীঘ্রই হাসপাতালে রিসার্চ ইউনিট চালু করা হবে উল্লেখ করেন। ডা. সুমন রহমান চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে ডা. মাসুদ করিম, ডা. ফরহাদ আলম প্রমুখ।