টোকিও অলিম্পিকের মশাল হাতে নিচ্ছেন না সবচেয়ে বয়স্ক ব্যক্তি

10

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, ১১৮ বছরের জাপানিজ নারী সিদ্ধান্ত নিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের মশাল তিনি হাতে নেবেন না। মহামারি করোনা ভাইরাসের কারণে এমনটি জানিয়েছেন তিনি। বুধবার কেন তানাকা নামের সেই ব্যক্তির নার্সিং হোম থেকে এক অফিসিয়াল জানায়, এই ইভেন্ট নিয়ে দিন দিন ধোঁয়াশা তৈরি হচ্ছে।
আরও একবার লকডাউনের চিন্তা করা হচ্ছে। গিনেস রেকর্ডধারী তানাকার মশাল হাতে তোলার কার্যক্রম আগামী ১১ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে ইতোমধ্যে অপরাগতা জানিয়েছেন তিনি। এ বছরে ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হওয়া কথা ইভেন্টটি।