টাইব্রেকারে হেরে দিয়ার বিদায়

2

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো অলিম্পিকের মঞ্চে আরচ্যারির নারী রিকার্ভ একক লড়াইয়ের মূল পর্বে নেমেছিলেন দিয়া সিদ্দিকী। তাতে নক আউট পর্বের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে বেলারুশের জিওমিনস্কায়া কারিনার কাছে শুট অফে গড়ানো ম্যাচে ৬-৫ সেট পয়েন্টে টাইব্রেকারে হেরে নিলেন বিদায়। নারী রিকার্ভ এককের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কারিনার অবস্থান ৩১, আর ১৭ বছর বয়সী দিয়ার ১৫৫! ম্যাচের আগে কোচ ফ্রেডরিক জানিয়েছিলেন, র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও দিয়া চমকে দিতে পারেন প্রতিপক্ষকে। সে কথাটাই যেন ফলে গেল। দিয়া চমকে দিলেন প্রতিপক্ষ কারিনাকে। ম্যাচের প্রথম সেটে সবাইকে অবাক করে কারিনাকে ২৩-২২ ব্যবধানে হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে লিড নেন বাংলাদেশি এই আরচার। প্রথম সেটের তিন শটে দিয়া মেরেছেন যথাক্রমে ৬, ৯, ৮। বিপরীতে কারিনা মারেন ৪, ৯, ৯।
দ্বিতীয় সেটেই হেরেছেন দিয়া। এবার কারিনা মারেন ৯, ৮, ৯ (২৬)। আর দিয়া মেরেছেন যথাক্রমে ৯, ৭, ৯ (২৫)। তৃতীয় সেটে কারিনা তুললেন ৯, ৮, আর ৮। জবাবে ৭, ৯, ৯, তুলে নেন দিয়া। ফলে সমতায় স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এরপর চতুর্থ সেটে কারিনা এবং পঞ্চম সেটে দিয়া পূর্ণ পয়েন্ট পেলে ৬-৬ সেট পয়েন্ট হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে এক শুটেই জয় তুলে নেন কারিনা। তিনি তার শুটে ১০ তুললে এর জবাবে দিয়া তুলতে পারেন ৯। আর এর মাধ্যমে টোকিও অলিম্পিকে বাংলাদেশের ৩ ক্রীড়াবিদ বিদায় নিলেন। গেমসে এখন থাকলেন বাংলাদেশের তিন প্রতিনিধি-সাঁতারে আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং অ্যাথলেটিকসে জহির রায়হান।