জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল বঙ্গমাতা জোন ফাইনালে পটিয়া আনোয়ারা ও রাউজান উপজেলা

19

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম দক্ষিণ জোনের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে পটিয়া ও আনোয়ারা উপজেলা। গতকাল সকালে এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে পটিয়া উপজেলা ৪-০ গোলে বোয়ালখালী উপজেলাকে পরাজিত করে। প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে পটিয়া উপজেলার পক্ষে তানজু, এ্যানি, রেশমি ও পুজান্তা ১টি করে গোল করেন। একই ভেন্যূতে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে সাদিয়া ও ফাহমিদার হ্যাটট্রিকের কল্যাণে আনোয়ারা উপজেলা ১০-০ গোলে চন্দনাইশ উপজেলার বিরুদ্ধে জয়ী হয়। হ্যাটট্রিক ছাড়াও সাদিয়া আরো ২ গোল করে বেশ প্রশংসিত হন। এছাড়া পুর্ণিমা দাশ ২ গোল করেন। কৃতি ফুটবল কোচ মোহাম্মদ আলীর প্রশিক্ষণাধীন আনোয়ারা উপজেলার সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ওয়াসিকা আয়েশা খান এমপি। এ টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী আনোয়ারা নিজেদের প্রথম ম্যাচে বাঁশখালী উপজেলাকে ৭-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল। আগামীকাল ২৪ জুন সকাল ১১ টায় দক্ষিণ জোনের ফাইনালে পটিয়া ও আনোয়ারা মুখোমুখি হবে।
এদিকে সকালে বঙ্গমাতা ফুটবলের উত্তর জোনের খেলায় শারমিন ও মনি দাশের হ্যাটট্রিকের সুবাদে রাউজান উপজেলা ৭-০ গোলে মীরসরাই উপজেলার বিরুদ্ধে জয়ী হয়ে উত্তর জোনের ফাইনালে উঠেছে। হ্যাটট্রিক ছাড়াও শারমিন আরো ১টি গোল করেন। এ ম্যাচে মনি দাশ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। হ্যাটট্রিকের পর টিম ম্যানেজমেন্ট তাকে নীচে (ডিফেন্সে) নামিয়ে ফেলে। নইলে গোলের ব্যবধান আরো বাড়তে পারতো।
গতকালকের এ ম্যাচে দল নিয়ে রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সাথে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। নিবেদিতপ্রাণ এ সংগঠক বলেন, মেয়েদেরকে গার্ডিয়ানরা খেলতে দিতে চায় না।
তার উপর সুদুর চট্টগ্রামে এসে খেলা। ইউএনও মহোদয় এর নির্দেশনা মোতাবেক অনেক কষ্ট করে মেয়েদের অভিভাবকদের রাজী করানো গেছে। আমরা এমপি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো। তাহলে ব্যাপারটা আরো সহজ হয়ে যাবে।
অন্যদিকে গতকাল দিনের ৪র্থ ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। সন্দ্বীপ উপজেলার অনুপস্থিতিতে রাঙ্গুনিয়া উপজেলা ওয়াকওভার লাভ করে। আজ রাঙ্গুনিয়া বনাম সীতাকুন্ড ম্যাচের বিজয়ীর বিপক্ষে আগামীকাল ২৪ জুন সকাল ১০ টায় উত্তর জোনের ফাইনালে খেলবে রাউজান উপজেলা। ২৭ জুন বেলা ২-৩০টায় দুই জোনের চ্যাম্পিয়ন দলের মধ্যে জেলা চ্যাম্পিয়নশিপ নির্ধারণী ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, জেলার শ্রেষ্টত্বের লড়াই হবে শেষ পর্যন্ত আনোয়ারা ও রাউজান উপজেলার মধ্যে।
আজকের খেলা : (বালক) পাহাড়তলী বনাম বন্দর সকাল ৯.৩০ টা। (বালিকা) রাঙ্গুনিয়া বনাম সীতাকুন্ড সকাল ১০.৩০ টা। (বালক) চন্দনাইশ বনাম বাঁশখালী বিকাল ৩.০০ টা। (বালক) রাউজান বনাম হাটহাজারী বিকাল ৪.৩০ টা।