জিয়ার সততা ও দেশপ্রেমের আদর্শ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস

15

 

মহানগর ছাত্রদল : জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহরস্থ শহীদ বিপ্লব উদ্যানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন মহানগর ছাত্রদল। গতকাল সকাল ১১টায় বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধাঞ্জলি ও একটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের আহব্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, যুগ্ম আহব্বায়ক আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান (মাস্টার আরিফ), সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, সদস্য আবু কাউছার, আল মামুন সাদ্দাম, এনামুল হক, আব্বাস উদ্দিন প্রমুখ।

মহানগর স্বেচ্ছাসেবক দল : মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। তিনি গতকাল বুধবার জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ষোলশহরস্থ জাতীয় বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খান, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, হারুন আল রশিদ, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই, দিদার হোসেন, আব্দুল মান্নান আলমগীর, মনির হোসেন, জাকির হোসেন, এমদাদুল হক স্বপন, আব্দুল মান্নান, মো. হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দীপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুর আলম, সমবায়বিষয়ক সম্পাদক জাফর হোসেন রনি, সহ-প্রচার সম্পাদক জহির ইসলাম, সহ-শিল্প বিষয়ক সম্পাদক মো. পারভেজ, সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, পতেঙ্গা থানা আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আলাউদ্দিন মহশিনের নেতৃত্বে নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যেমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সহ-সভাপতি মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম শামীম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কে ইসলাম ফাহিম, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম, মিরাজ হোসেন প্রমুখ।

নগর মহিলাদল : মহিলাদল মহানগরের উদ্যোগে গতকাল ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলাদল মহানগর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক গুলজার বেগম, জাতীয়তাবাদী মহিলা দল চকবাজার থানার সাধারণ সম্পাদিকা আলতাজ বেগম, কোতোয়ালী থানা মহিলা দলনেত্রী ও জামালখান ওয়ার্ডের সভানেত্রী মর্জিনা মির্জা, লালখান বাজার ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা মনি, জামালখান ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা লায়লা বেগম প্রমুখ নেতৃবৃন্দ।

মহসিন কলেজ ছাত্রদল: ছাত্রদল সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম এর উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন সারজিল ও মাহাফুজুর রহমানের যৌথ আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মো. পারভেজ হোসেন, মো. শাহিদ ভ‚ঁইয়া, মো. মিরাজ, ইফতেখার আলম ফরহাদ, দিদারুল ইসলাম টিটু, রিয়াদ মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি