জনগণের জন্য কাজ করতেই ক্ষমতায় থাকা : প্রধানমন্ত্রী

0
জনগণের জন্য কাজ করতেই ক্ষমতায় থাকা : প্রধানমন্ত্রী

এক যুগ ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকে জনগণের জন্য কাজ করাই তার লক্ষ্য। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার সংসদে আনা বিশেষ প্রস্তাবের উপর আলোচনার সময় এই কথা বলেন তিনি। এদিন সংসদে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেওয়ার পর প্রস্তাব উত্থাপন করেন সরকার প্রধান শেখ হাসিনা। পরে তিনি আলোচনারও সূত্রপাত ঘটান। খবর বিডিনিউজের
শেখ হাসিনা বলেন, ‘আমরা শুধু ক্ষমতাকে ভোগ করার বস্তু হিসেবে নিইনি। ক্ষমতা মানে হচ্ছে জনগণের সেবা করার সুযোগ পাওয়া, জনগণের কাজ করার সুযোগ পাওয়া, জনগণের ভাগ্য পরিবর্তন করার সুযোগ পাওয়া।’
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে গত এক যুগে বাংলাদেশের যে উন্নয়ন ঘটিয়েছে, তা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা আমাদের দারিদ্র্যের হার ২০ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। যদি এই করোনা মহামারী না থাকত, তাহলে কিন্তু আমরা এটা ১৭ ভাগে নামিয়ে আনতে পারতাম। যেভাবে আমরা পরিকল্পনা নিয়েছিলাম। করোনার কারণে দেশের কাক্সিক্ষত অগ্রযাত্রা কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তারপরেও আমাদের উন্নয়নের চাকা কিন্তু থেমে যায়নি। আমাদের প্রবৃদ্ধি আমরা আট ভাগের উপরে এনেছিলাম। কিন্তু এই করোনার কারণে যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, বিশ্বব্যাপী যেখানে সমস্যা সেখানে আমরা এককভাবে কতটুকু করব। তারপরও আমি বলতে পারি, দক্ষিণ এশিয়ায় আমরা সব থেকে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দেশ। ১১টি অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে বাংলাদেশ একটি। কাজেই আমরা এভাবে আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথাও জানান সরকার প্রধান। তিনি বলেন, ‘ইতোমধ্যে নয় কোটি ডোজ দেওয়া হয়েছে ভ্যাকসিনের। কেউ এর মধ্যে চার কোটির মতো পেয়েছে দ্বিতীয় ডোজ। ভ্যাকসিনের কোনো অভাব হবে না। প্রণোদনা প্যাকেজ দিয়ে আমরা আমাদের অর্থনীতি সচল রাখছি। কৃষকদের উৎসাহিত করেছি সব ধরনের ভর্তুকি দিয়ে যাতে করে আমাদের ফসল উৎপাদনটা অব্যাহত থাকে। যেন খাদ্যের কোনো কষ্ট না হয়।’
শেখ হাসিনা বলেন, ‘শত বাধা অতিক্রম করেও বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের আরও এগিয়ে যেতে হবে। সেই পরিকল্পনা কাঠামোটাও আমি করে রেখেছি।’
তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন রাষ্ট্র চালাচ্ছি। প্রতিটি ক্ষেত্রে যখনই কাজ করতে যাই, তখন এটা লক্ষ্য করি যে প্রতিটি ক্ষেত্রে ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। আমার কাছে এটা বিস্ময় মনে হয় যে এত অল্প সময়ে কীভাবে এত কাজ করে যেতে পারেন।’
নানা প্রতিকূলতা পেরিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ শুরু করে। ২০০৯ সালে আবার ক্ষমতায় ফেরানোর পর বারবার নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদও জানান শেখ হাসিনা।