চসিক সাধারণ ঠিকাদারদের মতবিনিময় সভা

19

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ঠিকাদার সমিতির উদ্যোগে চসিক তালিকাভুক্ত ঠিকাদারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে আন্দরকিল্লা চসিক আব্দুস ছাত্তার মিলনায়তনে সমিতির সভাপতি সৈয়দ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু ফরহাদ চৌধুরী সাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি শামসুল আলম, আবুল কালাম, সম্পাদকমন্ডলীর সদস্য রেজাউল করিম ছিদ্দিকী শাহিন, নেছার আহমদ, শাহ সেলিম, ফরিদুদ্দিন ফরহাদ, মো. আতিকুল্লাহ, একেএম বখতিয়ার, নির্বাহী সদস্য মো. নাছের তালুকদার, মো.আমীর উদ্দিন, মো.ইসমাইল, মো. বেলাল হোসেন, মো.হান্নান। ঠিকাদারদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. আজিজুল হক, মো. গিয়াসউদ্দিন, মো. জানে আলম, মো. রফিক, আবুল কালাম খান, মো. একরামুল্লাহ, মো.ইব্রাহিম, মো. সোহেল, মো. লোকমান হোসেন, মো.ফারুক, আবু ছালেহ, মো.সাহেদ প্রমুখ।
সভয় বক্তারা বলেন, বর্তমানে চসিক ঠিকাদাররা অবহেলিত। একশ্রেণির উচ্চাভিলাষী কর্মকর্তা ও মাফিয়া ঠিকাদারদের সৃষ্ট সিন্ডিকেটের কাছে চসিক ঠিকাদারী ব্যবসা বন্দি। সাধারণ ঠিকাদারদের স্বার্থের কথা চিন্তা করে সমস্যা থেকে উত্তরণের জন্য মেয়রের সদয় দৃষ্টি আকর্ষণ করেন তারা। বিজ্ঞপ্তি