চবি শিক্ষার্থীদের জন্য স্পেশাল সার্ভিস চায় তরী মালিক সমিতি

2

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের জন্য স্পেশাল বাস সার্ভিস দিতে সাত দিনের সময় চেয়েছে তরী বাস চালকরা। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট এলাকায় তরী বাস চালকরা মানববন্ধনে এ কথা বলেন তরী বাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার। এসময় চালকরা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে নগরের নিউ মার্কেট পর্যন্ত বাস সার্ভিস দিবে তরী বাস সমিতি। ৪০ সিটের বাস ব্যবহার করবো আমরা। তবে আমাদের দাবি বিশ্ববিদ্যালয় থেকে অন্যকোনও বাস যেন না চলে। অন্য বাস চললে আমাদের চালক এবং হেল্পাররা ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধনে তরী বাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার বলেন, ৩০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে তরী বাস। বিভিন্ন সময় মারধরের শিকার হয়েও আমরা সেবা দিয়েছি। আমাদের পেটে লাথি মারার জন্য দ্রুতযান বাস বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে। আমরা এটা মেনে নেবো না। আমরা শিক্ষার্থীদের আরও উন্নত সেবা দিব। বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শহরের নিউ মার্কেট পর্যন্ত স্পেশাল সার্ভিসে ২৫ টাকা করে ভাড়া নেবো।