চবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা

0
চবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। গত ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা বাড়িয়ে ৭৫০ টাকা করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বিবৃতিতে অবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহারের
দাবিও জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ইসরাত হক জেরিন ও
সাধারণ সম্পাদক ঋজু লক্ষী অবরোধ এক যুক্ত বিবৃতিতে জানান, একদিকে করোনাকালীন সংকট ও দেশব্যাপী শিক্ষার ক্রমাগত বাণিজ্যিকীকরণের ফলে সারাদেশে শিক্ষার্থীরা ঝড়ে পড়ছে, শিক্ষার ব্যয় বহন করতে পারছে না, শিক্ষার ব্যয় পরিবার ও শিক্ষার্থীদের মাথার উপর এক অসহনীয় চাপ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর এমন সিদ্ধান্ত অত্যন্ত নিন্দনীয় এবং এতে প্রশাসনের শিক্ষাকেন্দ্রিক ব্যবসায়িক মনস্তত্বই স্পষ্ট হয় বলে আমরা মনে করি। নেতৃবৃন্দ দাবি জানান, অবিলম্বে আবেদন ফি বাড়ানোর এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এক টাকাও বাড়তি আবেদন ফি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেয়া যাবে না। নতুবা শিক্ষার্থীদের সাথে নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তুলবে। বিজ্ঞপ্তি