চবিতে আইকিউএসি’র আয়োজনে কর্মশালা

11

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় পর্ব গতকাল ৩১ মে চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন চবি দর্শন বিভাগের প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান এবং চবি ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আফতাব উদ্দীন। বিজ্ঞপ্তি