চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের দীক্ষা

46

 

চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপ-এর ৩ দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প গত ৩০ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত রাঙ্গাপানিতে অবস্থিত মোনঘর আবাসিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্যম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন চট্টগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। ক্যাম্পে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. মোঃ হেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মোনঘর আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত চাকমা ও আঞ্চলিক উন্নয়ন সংস্থা (আশিকা) এর নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা। উপস্থিতি ছিলেন চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত রোভার স্কাউট লিডার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুচ, মো. শাহজালাল উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার কামাল উদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট ও প্রাক্তন রোভারবৃন্দ। সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোভার মঈন উদ্দীন মহি ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোভার মুহাম্মদ জানে আলম কে, গার্ল ইন সিনিয়র রোভার মেট নির্বাচিত হয় উম্মে সালমা সাইকা। মোট ৬০ জন রোভার ও গার্ল ইন রোভার অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি