চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আলোচনা সভা

24

চট্টগ্রাম কর সমিতির উদ্যোগে গত ১৮ সেপ্টেম্বর সমিতির সভাপতি নিতাই চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়কর পরিপত্র ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনীত পরিবর্তন সম্পর্কিত স্পষ্টীকরণের উপর আলোচনা সভা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মূখ্য আলোচক ছিলেন মো. এরাদাত উল্লাহ। সভায় উপস্থিত সদস্যগণ আয়কর পরিপত্র ২০২২-২০২৩ সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। সভায় উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি যথাক্রমে আলহাজ্ব এস.জোহা চৌধুরী, এড.এম. মহিউদ্দিন সারোয়ার আলহাজ মোহাম্মদ ইদ্রিস, এড.আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ, এড.আলহাজ্ব আব্দুল ওয়াহাব, জয়শান্ত বিকাশ বড়–য়া, আলহাজ মোহাম্মদ মুছা, এড. মোস্তফা কামাল মনসুর ও এড. মো. ওমর ফারুক, প্রাক্তন সাধারন সম্পাদক এড. মো. আব্দুল বারী আলহাজ মো. নূর হোসেন, মো. মমিনুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম, কার্যকরী সংসদের কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে এ.এম. শাহেদ চৌধুরী, এড.মিসেস ফৌজিয়া খানম, মুহাম্মদ আজমুল হক মামুন, এড. মো. আকবর হোসেন মিলাদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মো. দিদারুল আলম (আকাশ), মো. আজিজুর রহমান, মিসেস পারুল আক্তার, মোজাফফর হোসেন রাহাত, মোহাম্মদ ইয়াসিন ও মো. মামুনুর রশিদ এবং সিনিয়র আইনজীবী সহ বিপুলসংখ্যক সম্মানিত সদস্যবৃন্দ।