গ্লোবাল ব্যাংকের ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন

14

ব্যাংকটিকে তার কর্পোরেট গভর্নেন্স মূল্যায়ন করে ‘ইসলামি ব্যাংকিং কোম্পানিজ’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতাসাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এই অ্যাওয়ার্ড প্রদান করে। ইসলামী শরিয়াহ ভিত্তিক গ্লোবাল ইসলামি ব্যাংক ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২২’ অর্জন করেছে। রাজধানীর অভিজাত রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার প্রদান করেন।
ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ ব্যাংকের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। ব্যাংকটিকে তার কর্পোরেট গভর্নেন্স মূল্যায়ন করে ‘ইসলামি ব্যাংকিং কোম্পানিজ’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় উৎকর্ষতা সাধন এবং কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করে।