গাঁয়ের বধু

73

আকাশ পাখি বন পাহাড়ে
মায়ায় ভরা গাঁ
শিল্পীর রঙে তুলির ছোঁয়ায়
আঁকা আছে যা।

পাখির গানে মধুর সকাল
ঘুম ভাঙানো দিন
শীতের হাওয়ায় পাল তোলা নাও
ছুটছে সারা দিন।

দিগীর জলে ঢেউ খেলে যায়
উঞ্চ হাওয়ার ভোেেল
উড়াল পাখির ছায়া ভাসে
ঐ দিগীরই জলে।

গাঁয়ের বধু জল পুরায়ে
যাচ্ছে বাড়ি ফিরে
পুকুর জলে ঢেউ দোলানো
থামছে ধীরে ধীরে।