‘গণতন্ত্রের সংগ্রামে কমরেড ফরহাদের মতো নেতার প্রয়োজন’

4

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বলেছেন, কমরেড ফরহাদের সাংগঠনিক কৌশল এদেশের বামপন্থী আন্দোলনের জন্য অনুকরণীয় ও শিক্ষণীয়।
৮ অক্টোবর সন্ধ্যায় হাজারী লেইনে পার্টি কার্যালয়ে স্মরণসভার আয়োজন করে সিপিবি, চট্টগ্রাম জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা। সভায় সিপিবি নেতারা বলেন, ১৯৫২ সালে খুবই কম বয়সে ভাষা আন্দোলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন মোহাম্মদ ফরহাদ। মাত্র ১৭ বছর বয়সে তিনি তিনি নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। বাষট্টির শিক্ষা আন্দোলন, ঊনসত্তরের ১১ দফা আনন্দোলনের রূপকার ছিলেন কমরেড ফরহাদ। স্বৈরাচার এরশাদ বিরোধী গণতন্ত্রের সংগ্রামে ১৫ দলীয় জোট গঠন ও পরিচালনার মূল কারিগর ছিলেন তিনি। একদিকে এরশাদের সামরিক শাসন বিরোধী গণতন্ত্রের সংগ্রাম, অন্যদিকে মেহনতি মানুষের শ্রেণিমুক্তির সংগ্রামে কমরেড ফরহাদের যে সাংগঠনিক কৌশল তা বামপন্থীদের জন্য আজীবন অনুকরণীয় ও শিক্ষণীয় হয়ে থাকবে। জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, দক্ষিণ জেলার সভাপতি কানাইলাল দাশ ও সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী ও ফরিদুল ইসলাম, কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং নারীনেত্রী সিতারা শামিম। বিজ্ঞপ্তি