ক্যাবের সাথে সিটি মেয়রের মতবিনিময়

52

আগামী ২ ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য দিবস। এ উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত করনের লক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ক্যাবের যৌথ উদোগে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও মহানগরী কমিটির নেতৃবৃন্দের সাথে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত মঙ্গলবার বিকেলে চসিক কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এস এম নাজের হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার চৌধুরী, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জেসমিন সুলতানা পারু, দক্ষিণ জেলা কমিটির সভাপতি আবদুল মান্নান, মহানগর কমিটির সহ সভাপতি আবু তাহের, সিজেকেএস রোলার স্কেটিং কমিটির সম্পাদক আবদুর রশিদ লোকমান যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম,জানে আলম, মহানগর কমিটির শাহীন চৌধুরী, পাঁচলাইশ কমিরি যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব নেতা সেলিম সাজ্জাদ, হারুন গফুর ভুইয়া, মিলি চৌধুরী, দৌলত আলী, কামরুন নাহার শম্পা, গৌতম নন্দী, মোহাম্মদ শিহাব, প্রমূখ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী চট্টগ্রাম নগরীতে এক প্রচারনা ক্যাম্পেইন এবং এ কর্মসূচিকে সফল করার জন্য আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩ টায় চসিক মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

হামিদপুর ষাটগড়
শাখার ওরশশরীফ
প্রস্তুতিসভা

 

ঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি হামিদপুর ষাটগড় শাখার ব্যবস্থাপনায় প্রথম বারের মত গাউছুল আজম মাইজভান্ডারির মহান ১০ মাঘ ওরশ শরীফের প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি আবদুল শুক্কুর পাঁচলাইশির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হামিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত ঈমাম বুখারী (রা.) জামে মসজিদের মাওলানা মুহাম্মদ ইব্রাহীম ঈমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাসান।

সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল, জাবেদ, তাজুল ইসলাম, আলমগীর, আবদুর রাজ্জাক, খুরশেদ, মহিউদ্দিন, বাহার উদ্দিন, আবদুল আজিজ, মুহাম্মদ মনজুরুল আলম, আবদুন নুর, আইয়ুব আলী প্রমূখ। বক্তারা বলেন ১০ মাঘ মহান দিবস। এই দিবসের শান মান রক্ষার্থে যার যার সাধ্য মতে আদবের সহিত দরবারে আসা-যাওয়া করিতে হবে। যার যার অর্পিত দায়িত্ব স্ব-স্ব কমিটি বুঝিয়ে দিবে এবং আগত আশেক ভক্তদের যেন কোন প্রকার অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠান শেষে কাওয়াল মুহাম্মদ ইউসুফ এর দল কাওয়ালী পরিবেশন করেন। বিজ্ঞপ্তি

দক্ষিণ হালিশহরে
শীতবস্ত্র বিতরণ

ইপিজেড দক্ষিণ হালিশহরে গরীব-দুস্থ এবং অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন। গত ১৪ জানয়ারি বিকেলে বন্দরটিলাস্থ ওয়ার্ড অফিসে এই কার্যক্রমের সূচনা হয়। এসময় কাউন্সিলর পরিষদ সদস্য ও স্থানীয় গন্যমান্য নেতৃবৃন্দর মধ্যে লোকমান হাকিম, মো. হারুন, মো. আলী নেওয়াজ, মো. সেলিম রেজা, এম.এ রউফ, ডা. আনোয়ার হোসেন, হাজী সাহাবুদ্দিন, মো. আইয়ুব এবং ওয়ার্ড সচিব মুনসুর খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি