কু প্রস্তাব ফিরিয়ে দিলেন উমর আকমল

63

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল থেকে বেশ কিছুদিন ধরেই বাইরে রয়েছেন উমর। এ সময়ে তিনি খেলে বেড়াচ্ছেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। তারই ধারাবাহিকতায় উমর এখন ব্যস্ত কানাডার গেøাবাল টি-টোয়েন্টি ক্রিকেটে। যেখানে উইনিপেগ হকসের হয়ে খেলছেন উইকেটরক্ষক এ ব্যাটসম্যান।
এ টুর্নামেন্টে খেলতে গিয়ে তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন উমর। তাও সেটি তাকে দিয়েছেন তারই দেশের সাবেক এক ক্রিকেটার। উমরের দাবী সাবেক পাকিস্তানি ক্রিকেটার মনসুর আখতার তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন।
এমন কুপ্রস্তাব পেয়ে দেরি করেননি উমর। সঙ্গে সঙ্গে তিনি মনসুর আখতারের কথা জানিয়ে দিয়েছেন টুর্নামেন্টের আয়োজক কমিটি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে তদন্ত করে দেখবে। তবে পিসিবির এ বিষয়ে কিছুই করার নেই বলে জানিয়েছে সুত্র।
যুক্তরাষ্ট্র প্রবাসী মনসুর বর্তমানে উইনিপেগ হকসের একজন অফিসিয়াল হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে ১৯টি টেস্ট ও ৪১টি ওয়ানডে খেলেছেন মনসুর।