কিশোরমনে শুভবোধ জাগ্রত করতে পারে শিশুসাহিত্য

16

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘শিশুসাহিত্য উৎসব ২০২২’। বাংলাদেশে শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে গত ২১ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী উৎসবে প্রাণের উচ্ছ্বাসে মিলিত হয়েছেন ঢাকা-চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে আগত শিশুসাহিত্যিকরা। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। শিশুসাহিত্যিক আসলাম সানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রহীম শাহ ও আনজীর লিটন-এর সংবর্ধনা অনুষ্ঠানে শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী বলেন, শিশুসাহিত্যে মুক্তিযুদ্ধ, স্বাধীনুা ও বঙ্গবন্ধু আমাদের অহঙ্কারের বিষয়। গৌরবে উদ্দীপ্ত হওয়ার বিষয়। কিন্তু দুঃখের বিষয় ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল এই একুশটি বছর আমাদের বঙ্গবন্ধুবিহীন কাটাতে হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক কবি সুজন বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে শিশুসাহিত্য একাডেমির পরিচালক কবি রাশেদ রউফ। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত শিশুসাহিত্যিক রহীম শাহ ও আনজীর লিটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু, সহযোগী ছিলেন শিমু রহমান। গল্পকার বিপুল বড়ুয়া, সনজীব বড়ুয়া, দীপক বড়ুয়া, তপংকর চক্রবর্তী ও জসীম মেহবুবের সভাপতিত্বে তিনপর্বের স্বরচিত লেখাপাঠ, লেখক-পাঠক মুক্তকথা, বিষয়ভিত্তিক আলোচনা ও আড্ডায় অংশ নেনÑ অনামিকা দত্ত, অপু চৌধুরী, অভি ওসমান, অমিত বড়ুয়া, অরুণ শীল, আখতারুল ইসলাম, আখতার হুসেন, আজিজ রাহমান, আজিজা রূপা, আনজানা ডালিয়া, আনজীর লিটন, আনন্দ মোহন রক্ষিত, আনোয়ারুল হক নূরী, আ ফ ম মোদাচ্ছের আলী, আবু মুসা চৌধুরী, আমানউদ্দীন আবদুল্লাহ, আমীরুল ইসলাম,আলমগীর শিপন, আসলাম সানী, আহমদ মহিউদ্দিন শিবলী, ইফতেখার মারুফ, ইলিয়াছ হোসেন, ইসমাইল জসীম, উৎপলকান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, এয়াকুব সৈয়দ, ওবায়দুল সমীর, ওমর কায়সার প্রমুখ। বিজ্ঞপ্তি