কর অঞ্চল-১’র বিজয় দিবস ফুটবল সম্পন্ন

177

মহান বিজয় দিবস উপলক্ষে কর অঞ্চল চট্টগ্রাম-১ আয়োজিত প্রথম আন্তঃরেঞ্জ বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট গত ১৬ ডিসেম্বর আগ্রাবাদে প্রস্তাবিত কর ভবন মাঠে অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ২-১ গোলে রেঞ্জ-১ (হালদা দলকে) হারিয়ে ২-১ গোলে হারিয়ে রেঞ্জ-২ (কর্ণফুলী দল) চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে সকালে কর অঞ্চল চট্টগ্রাম-১ এর কর কমিশনার মো. ইকবাল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিকেলে প্রধান অতিথি থেকে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ প্রফেসর শায়েস্তা খান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-৩ এর কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ, কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যরিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান এবং যুগ্ম কর কমিশনারজনাব সাইফুল আলম। প্রথম ম্যাচে উপ কর কমিশনার মো. জোবায়ের আহম্মেদ, দ্বিতীয় ম্যাচে সহকারী কর কমিশনার মো. হোছাইন এবং ফাইনাল ম্যাচে অফিস সহায়ক গিয়াসউদ্দিন ম্যাচ সেরা নির্বাচিত হন। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন উচ্চমান সহকারী রবিউল হোসেন। প্রধান অতিথি এ টুর্নামেন্ট আয়োজনের জন্য কর কমিশনার মো ইকবাল হোসেনকে ধন্যবাদ জানান। শারিরীক সুস্থতা ও পারস্পরিক বোঝাপড়া তৈরিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে এধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান। বিজ্ঞপ্তি