করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ

222

২১ র্মাচ শনিবার গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি হালিশহর থানা কমিটির করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়, হাত ওয়াস প্রশিক্ষণ ও মতবিনিময় সভা হালিশহর থানার সাধারণ সম্পাদক গ্রাম ডা: জগন্নাথ কান্তি সেন এর সভাপতিত্বে প্যানেসিয়া ক্লিনিকে অনুষ্ঠিত হয় । উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ড.জাকির হোসেন হওলাদার। তিনি বলেন- “সরকারী নির্দেশগুলো নিজে পালন করতে হবে এবং সকলকে পালন করার জন্য কাউন্সিলিং করা ও হাত ওয়াস শিখানো খুবই প্রয়োজন । আজ আমি নিজে শিখলাম, আমার পরিবার সহ সকলকে আমি শেখাব” । প্রধান বক্তা ছিলেন ফিজিওথ্যারাপিস্ট ডা: কামরুজ্জামান । প্রশিক্ষক ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এস্এমসি থেকে প্রশিক্ষিত ব্লু- স্টার গ্রাম ডা: রতন কুমার নাথ । তিনি বলেন “ অতিতে যেমন বিভিন্ন রোগ নিয়ন্ত্রনে গ্রাম ডাক্তারগণ ভূমিকা রেখেছিলেন তেমনি করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য হাত ওয়াসকে সবার্গ্রে গুরুত্ব দিতে হবে। এস্এমসি কতৃক প্রশিক্ষণ প্রদত্ত এই হাত ওয়াস যাহা ডাক্তারগণ পালন করেন তাহা জনগণকে দ্রুত শেখাতে হবে । তিনি করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত থেকে রক্ষা পাওয়ার জন্য , গ্রাম ডাক্তারগণকে এ দায়িত্ব পালন করার অনুরোধ জানান। ” অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর থানার সহ- সভাপতি গ্রাম ডা: সুমন কান্তি শর্মা, সহ-সভাপতি গ্রাম ডা: রাজন চৌধুরী , সহ-সভাপতি গ্রাম ডা: অলিউল্লহ, সহ- সাধারণ সম্পাদক গ্রাম ডা: রতন চৌধুরী, অর্থ সম্পাদক গ্রাম ডা: অনিক দাশ । বিজ্ঞপ্তি