করোনা ইস্যুতে গুজব ছড়াবেন না

37

ইসলামিক ফ্রন্ট এর কেন্দ্রীয় চেয়ারম্যান ও মহাসচিব যথাক্রমে পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ায় প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলেছেন- তাবৎ দুনিয়া এখন কঠিন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। প্রাণঘাতি সংক্রামক করোনা ভাইরাসের কারণে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা বিশ্বই এখন প্রায় লকডাউউনে। জীবনবিনাশী এ ভাইরাস মহামারি আকার ধারণ করায় গোটা বিশ্ব এখন মানবিক বিপর্যয়ের মুখোমুখি। এ ভয়াবহ পরিস্থিতিতে যেখানে গোটা জনপদই আতংকগ্রস্থ ও ভীতসন্ত্রস্ত, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাঞ্চিত গুজব ছড়িয়ে জনমনে আতংক ও ভীতি সৃষ্টি করা মোটেও উচিত নয়,বরং এটি গর্হিত অপরাধ। পাশাপাশি এ ইস্যুতে কোন বিষয় নিয়ে পারস্পরিক কাদাছোড়াছুড়িতে লিপ্ত হয়ে সামাজিক সুস্থতা বিনষ্ট করাও কোনভাবেই সমীচিন নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন এ মূহুর্তে সর্বপ্রকার নেতিবাচক কর্মকান্ড পরিহার করে সকলকে ভীতসন্ত্রস্ত মানুষদের সঠিক পথ দেখাতে হবে। উপরন্তু সকলকে ধৈর্য্যের চরম পরাকাষ্টা প্রদর্শন করে এ ঘাতক ভাইরাসকে নিয়ন্ত্রনের মাধ্যমে নিরাময় করতে হবে। যেজন্য আত্নসচেতনতার পাশাপাশি সরকার ও চিকিৎসা বিষয়ক সার্জন প্রদত্ত যাবতীয় নির্দেশনা যথাযথ অনুসরণে অধিকতর গুরুত্বারোপ করতে হবে। তিনি আরও বলেন- করোনাকে কেন্দ্র করে চিকিৎসকরা অন্য রোগীদের চিকিৎসা সেবা থেকে বিরত রয়েছেন,যা নিতান্তই দূঃখজনক। চিকিৎসা বঞ্চিত হয়ে বিশেষতঃ বয়োজেষ্ট মানুষ, শিশু এবং ডেলিভারি রোগীদের দুর্ভোগ ও ভোগান্তির কোন অন্ত নেই। এছাড়াও প্রান্তিক জনপদের মানুষদের বহুমাত্রিক বিড়ম্বনার শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। তাই এহেন জনদুর্ভোগ লাঘবে সরকারী মেডিকেল, স্বাস্থ্যকমপ্লেক্স ও কমিউনিটি হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর দায়িত্বশীল ভূমিকায় এগিয়ে আসতে হবে। করোনা থেকে পরিত্রানের লক্ষ্যে জনসচেতনতার দায়িত্বে নিয়োজিত আইন-শৃংখলা বাহিনীর সাহসী ও দায়িত্বশীল ভূমিকা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। তবে কতিপয় স্থানে আইন-শৃংখলা বাহিনী কর্তৃক সাধারণ জনগনের লাঞ্চিত হওয়ার ঘটনা খুবই বেদনাদায়ক। কেননা উদ্দেশ্য অবহিত হওয়া ছাড়া কোন পথচারীকে লাঞ্চিত করা কোনভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। তাই এদেরও স্বীয় দায়িত্ব-কর্তব্যের প্রতি সজাগ ও সচেতন থাকতে হবে। করোনা ইস্যুতে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী নিত্য পণ্যের মূল্য বূদ্ধি করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। যা এ মূহূর্তে অনেকটা মরার উপর খাড়ার ঘা এর মত। তাই জনস্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলিষ্ট পদক্ষেপে এগিয়ে আসতে হবে। লকডাউনের কারণে হতদরিদ্র দিনমজুর শ্রমজীবি মানুষের রোজগারের পথ অনেকটা বন্ধ। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। তাই ধর্ম-বর্ণ,দল-মত নির্বিশেষে এবং দেশের সকল বিত্তবানদের অসহায় দারিদ্রক্লিষ্ট মানুষের পাশে দাড়ানোর জন্যও উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি