এম এ গনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের বাতিঘর

17

 

সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবাসে মুক্তিযোদ্ধের সংগঠক, জাতীয় শিশু সংগঠন লাভ দ্য পুওর চিলড্রেন এর উপদেষ্টা, বঙ্গবন্ধুর আদর্শের বাতিঘর চট্টগ্রামের কৃতি সন্তান এম এ গণির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ১০ ফেব্রুয়ারি লাভ দ্যা পুওর চিলড্রেনে’র উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরীর সভাপতিত্বে সম্পন্ন হয়। স্মরণসভা উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, পেশাজীবী নাগরিক সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া। প্রধান বক্তা ছিলেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাজ্জাদ উদ্দিন, হাসান মুরাদ চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মালেকা চৌধুরী, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক সাজেদুল আলম চৌধুরী মিল্টন, সৈয়দ সিরাজদ্দৌল্লাহ নেছার আহমেদ খান, আব্দুল আউয়াল চৌধুরী, সাংবাদিক মইনুদ্দিন আহমদ, আক্তারুজ্জামান জাবেদ, সাফায়েত ফাহিম প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কদম মোবারক এতিমখানার শিক্ষক মাওলানা মোহাম্মদ সোলাইমান। আলোচনায় উদ্বোধক পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী মরহুম এম এ গনিকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবি জানান।
প্রধান অতিথি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া তার সাথে মরহুম এম এ গণির ভ্রাতৃপ্রতিম সম্পর্কের স্মৃতিতর্পণ করে বলেন, সর্ব-ইউরোপিয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর আদর্শের বাতিঘর ও চট্টগ্রামের কৃতি সন্তান এম এ গনি কিংবদন্তিতুল্য ব্যক্তি ছিলেন। প্রধান বক্তা ছিলেন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদার এম এ গনির দেশে ও প্রবাসে দীর্ঘ সংগ্রাম জীবনের বহুল আলোচিত ঘটনার আলোকপাত করেন। অনুষ্ঠানের সভাপতি সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরী বলেন, এম এ গনি ইউরোপসহ দেশ ও বিদেশের বিভিন্ন দেশে দীর্ঘ ৪৮ বছর ধরে বাংলার মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং বাঙালি জাতীর স্বাধীনতার মান অক্ষুন্ন রাখতে তার বলিষ্ঠ নেতৃত্বে প্রবাসে গড়ে উঠেছে বাংলাদেশ আওয়ামী লীগের দুর্গ।