এবাদত করে দেখাতে চান

13

 

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য এবাদত হোসেনের গায়ে লেগে যায় লাল বলের ক্রিকেটারের তকমা। ডানহাতি এই পেসার সেই স্টিকার মুছে ফেলে অনেকদিন ধরেই নির্বাচকদের রাডারে ছিলেন রঙিন পোশাকেই ভাবনায়। অবশেষে গত জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে অভিষেক হয় এবাদতের। এবার আসন্ন এশিয়া কাপে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তিনি। তিন ফরম্যাটে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করা এবাদতের কাছে স্বপ্নের মতো। তবে আত্মপ্রত্যয়ী এবাদত শুধু চেষ্টাতেই ক্ষান্ত নন, করে দেখানোয় বিশ্বাসী তিনি। গতকাল মঙ্গলবার ব্যক্তিগত অন্শুীলন শেষে মিরপুরে সংবাদমাধ্যমকে এ কথা বলেন এবাদত।
এবাদত বলছিলেন, ‘আমি মনে করি চেষ্টা এক জিনিস আর আমি করে দেখাব আরেক জিনিস। আমার জীবন থেকে আমি চেষ্টা করব এই জিনিসটা শেষ, আমি করে দেখাব, আমরা করব ইনশাআল্লাহ। আমরা দল হিসেবে ভালো খেলছি না মানে এই না যে আমরা টি-টোয়েন্টি খেলতে পারি না। আমরা অদূর ভবিষ্যতে ভালো দল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’