উন্মুক্ত মহিলা দাবা প্রতিযোগিতা সম্পন্ন চ্যাম্পিয়ন লুবাবা, রানার আপ প্রিমা ভভ

47

দাবা খেলার প্রসার ও উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপি উন্মুক্ত মহিলা দাবা প্রতিযোগিতা-২০২২ এ উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার আপ হয় তাসপিয়া তাহসিন প্রিমা। খেলা শেষে গত ২৪ আগষ্ট ২০২২ইং চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হল এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিজেকেএস সহ-সভাপতি মো: হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নাসির মিঞা। মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মেহের নিগার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদিকা মনোয়ারা আফরোজ, সদস্য সাজেদা নাসরিন, তনিমা পারভীন, জয়শ্রী সেন, সাহেদা বেগম, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য মোঃ মহসিন জামাল পাপ্পু, এস এম তারেক, কামরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় ১৪০ জন দাবাড়– অংশগ্রহণ করেন।