উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

9

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ও ভিশন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হয়ে মানুষের সেবায় মাঠে নামার আহবান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নগরীর আগ্রাবাদে গত বুধবার ঈদ উৎসব ও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এ কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার রাজনীতি করে না, জনগনণর ভাগ্য পরির্বতনই আওয়ামী লীগের ক্ষমতা। মানুষের সেবায় মন জয় করে সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।’
তিনি বলেন, ‘বিদেশে বসে খালেদার কুলাঙ্গার সন্তান হাজার কোটি টাকা লোপাট করে অপপ্রচার চালাচ্ছে, তার পাল্টা জবাব দিতে হবে। তার পিতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত। খুনি জিয়ার নামে চট্টগ্রামে কোনো জাদুঘর থাকতে পারে না। এটার প্রতিবাদ করতে হবে। যে স্থাপনাটিকে জাদুঘর করা হয়েছে সেখানে জিয়াউর রহমানের স্মৃতি বলতে কিছু নেই। তিনি শুধু ওখানে মারা গেছেন। এই স্থাপনা একটি পুরাকীর্তি। জিয়াউর রহমান সেখানে মারা গেছেন বলে এটা তার নামে হতে পারে না। বিএনপি নেতারা কখনও সেখানে যান না, বেগম খালেদা জিয়াও কখনো সেখানে যাননি।’ সত্যিকারের সেবকদের দিয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রতিবাদ শুরুর আহব্বানে তিনি বলেন, ‘আপনারা দাবি তোলেন, আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ে পৌঁছে দেব।
স্বেচ্ছাসেবক লীগবে বলব, আপনারা মানুষের দাবি তুলে ধরুন, জিয়া স্মৃতি জাদুঘরের নাম পাল্টে যেন মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর করা হয়।’
মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় ঈদ উৎসব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত ও পথচারী মানুষের মাঝে রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুজিত দাশ, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি