উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম

143

শ্যামল’স টিচিং হোমের উদ্যোগে পঞ্চম শ্রেণীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে নগরীর সিরাজউদ্দৌল্লা রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। টিচিং হোমের পরিচালক শ্যামল বৈদ্য সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী সজল বরণ সেন। প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক শিপুল কুমার দে। বিশেষ অতিথি ছিলেন ডা. ফজলুল হাজেরা ডিগ্রি কলেজের অধ্যাপক মনোজ কুমার দেব, কর আইনজীবী অভীক কানুনগোয়, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যাপক সঞ্জয় কুমার ধর, সমাজসেবক রূপন মহাজন। লিপি তালুকদার ও পৌষালী সেনের সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন লিটন দাশগুপ্ত, অমিত আইচ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, অপর্ণা দত্ত, শিক্ষার্থীদের মধ্যে নাফিসা বিনতে সানাউল, নাদিরা তাবাচ্ছুম নাহিদ, শৌভিক দে, অবন্তিকা দস্তিদার, অনন্যা দত্ত, নাদরা, তনুশ্রী ধর, অগ্নিভ অপরূপ ঘোষ, জারা ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক মিল্টন আচার্য্য, বাপ্পা দাশ, শান্তা মজুমদার, সেতু তালুকদার, অভি দাশ, পায়েল দাশ। শুরুতে কোনআন তোলোয়াত করেন আফরিদা আবদারী সুবাহ, গীতাপাঠ করেন পূর্ণিতা শীল ও ত্রিপিটক পাঠ করেন মৌমিতা বড়ুয়া। শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম। পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে। তারা বলেন, পিতা-মাতার পরেই শিক্ষকের স্থান। শিক্ষককে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে তাদেরকে মূল্যায়ন করা সম্ভব। বিজ্ঞপ্তি