ইস্পি আন্তঃস্কুল সিক্স-এ-সাইড ফুটবলে চ্যাম্পিয়ন বেপজা

3

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ফুটবলের মানোন্নয়নে ও তরুণ প্রজন্মকে ফুটবল চর্চায় আরো উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ইস্পাহানি ফুডস লিমিটেড আয়োজিত ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ। গতকাল বিকালে সিআরবি শিরিষতলা মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনালে তারা বিএন স্কুল এন্ড কলেজকে ১-০ গোলে পরাজিত করে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি গ্রæপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি। অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র। এ সময় আরো উপস্থিত ছিলেন পাহাড়তলী টেক্সটাইল এন্ড হোসিয়ারী মিলসের চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম, জেনারেল ম্যানেজার শরীফুল ইসলাম শিপলু, ইস্পাহানি টি লিমিটেড-এর জেনারেল ম্যানেজার শাহ মইনুদ্দিন হাসান, ইস্পাহানি গ্রæপ আইটি শাখার জিএম কামাল উদ্দিন, পাহাড়তলী টেক্সটাইল এন্ড হোসিয়ারী মিলস জেনারেল ম্যানেজার মোহাম্মদ আনিসুজ্জামান, ইস্পাহানি টি লিমিটেড-এর উইং ম্যানেজার নুর নবী, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার চৌধুরী আবু হেনা মোস্তফা হেলাল, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আব্দুস সালাম, সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সাঈদ মো. সাদিক, ইস্পাহানি গ্রুপের ম্যানেজার আবদুল্লাহ্ আল মামুন, শর্মিলা হক অর্চনাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে সুদৃশ্য ট্রফিসহ ৫০ হাজার এবং রানার আপ দলকে ট্রফিসহ ৩০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। প্রসঙ্গত. ইস্পাহানি গ্রæপ অব কোম্পানীজ গত ৯ বছর ধরে ঢাকায় এই আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করছে। চট্টগ্রামে ২০২০ সালে প্রথম আয়োজনের পর ২০২১-এ করোনা প্রকোপে আসরটি মাঠে গড়ায়নি। চলতি বছর দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে জাঁকজমকপূর্ণ, সফল টুর্নামেন্ট আয়োজন করলো ইস্পাহানি গ্রæপ।