ইমরান নেই, পিসিবিতে থাকবেন তো রমিজ

5

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদটা তখন ফাঁকা। বাতাসে ভাসতে থাকে একটি গুঞ্জন। কয়েকদিনের আলোচনায় সেই গুঞ্জন সত্যিও হয়। পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় চেয়ারে বসেন রমিজ রাজা। খেলা ছাড়ার পর ধারাভাষ্যকে ক্যারিয়ার হিসেবে গড়া সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে উচ্চ এই পদে বসিয়েছিলেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ‍ইমরান খান। অনাস্থা ভোটে হেরে দেশপ্রধানের চেয়ার হারিয়েছেন ইমরান, তিনি চলে যাওয়ায় রমিজের চেয়ার বাঁচবে তো? পাকিস্তানের সাবেক অধিনায়ক দেশের নেতৃত্বের চেয়ার হারানোয় রমিজের ভবিষ্যৎ নিয়ে জন্মেছে শঙ্কার মেঘ। কারণ পাকিস্তানে সরকার পরিবর্তন হলে পিসিবি চেয়ারম্যানের পদেও আসে বদল! পাকিস্তানের এক দৈনিকের খবর, রমিজ নিজেও তৈরি আছেন। পিসিবি চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে, এমন আঁচ পেলে নিজে থেকেই সরে দাঁড়াবেন। রাজনৈতিক পটপরিবর্তনে বরখাস্ত হওয়ার শঙ্কা তৈরি হলে নিজের সম্মান রক্ষায় আগেই পদত্যাগ করার সিদ্ধান্তও নাকি নিয়ে রেখেছেন সাবেক পাকিস্তানি ব্যাটার। রমিজের ভবিষ্যৎ যাইহোক, চেয়ারম্যান হিসেবে পাকিস্তানের ক্রিকেটে অল্প সময়ে অনেক অবদানই রেখেছেন। তার দারুণ সময় পদক্ষেপে প্রাণ ফিরেছে দেশটির ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটেও ছাপ রাখতে যাচ্ছেন পিসিবির ৩৬তম চেয়ারম্যান। দুবাইয়ে চলমান আইসিসি সভায় চার দলের টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব তুলেছেন রমিজ। তার সেই প্রস্তাবে ক্রিকেটের বড় দেশগুলোর অনেকেই নাকি সমর্থন জানিয়েছে! এখন প্রশ্ন হলো, পিসিবি চেয়ারম্যান হিসেবে সেটির বাস্তবায়ন দেখে যেতে পারবেন তো রমিজ?