ইফতারসামগ্রী বিতরণ

7

বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশন :
পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকাস্থ বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৭নং ওয়ার্ড এলাকায় ৩ দিনব্যাপী নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিনমজুর ও কর্মহীন প্রায় ৭৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গত ১৫ এপ্রিল প্রথম দফায় হামজারবাগ মহল্লায় ২৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং ১৬ এপ্রিল দ্বিতীয় দফায় হামজা খাঁ লেইন মসজিদ বাড়ী, বড় বাড়ী, বিবিরহাট, পশ্চিম ভান্ডারী লেইন, জাহানপুর পূর্ব, জাহানপুর পশ্চিম ও হামজারবাগ কলোনীতে ২১০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গত ১৭ এপ্রিল শনিবার তৃতীয় দফায় স্থানীয় ৩টি মসজিদ এর ইমাম, মোয়াজ্জিন ও মসজিদের কর্মচারীদের মাঝে এবং মোহাম্মদপুর, নাজিরপাড়া, হাদুমাঝি পাড়া, খতিবের হাট ও বার্মা কলোনীর ২৯০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে। যা এ বছরও করোনাকালীন সময়ে তা বাস্তবায়িত হচ্ছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়ার সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান মিন্টু, সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজওয়ান খান, সহ-সম্পাদক শেখ মোহাম্মদ আবুল বশর, অর্থ-সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন খান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসকান্দর ও প্রচার সম্পাদক মোহাম্মদ ইউনুছ রুবেল। এসময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এয়ার মোহাম্মদ ও বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মোহাম্মদ আলী।
মোহাম্মদ মহসীন :
নগরীর শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন এলাকার গত ১৬ এপ্রিল মধ্যবিত্ত ও কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেন ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মহসীন।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. মনিরুল ইসলাম, সাখাওত হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. আমিন চৌখুরী, মো. আজমুল ইসলাম, ছাত্রনেতা, মো. মনির আহম্মেদ, মো. মাজারুল ইসলাম, মো. মো. শাকিল আহম্মেদ, মো. হোসেন, মো নুরুল ইসলাম, মো রুবেল হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. জিয়াউর রহমান মো. সাইফুল আলম, মো. এনামুল হক, মো. জসিম উদ্দিন সহ প্রমুখ। বিজ্ঞপ্তি
এমএসকে ফাউন্ডেশন :
নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এমএসকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ এম আশরাফুল আলম। এমএসকে ফাউন্ডেশনের ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আবু ছৈয়দ সওদাগর, রোটারিয়ান অধ্যক্ষ আনোয়ার হোসাইন মানিক, সংগঠক মোহাম্মদ সাইফুদ্দিন, সংগঠক ও ব্যাংকার মহিতুল ইসলাম আদিল ও ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী প্রমুখ। বিজ্ঞপ্তি