ইউএস ওপেনের নতুন রানি রাদুকানু

11

ইউএস ওপেনে নারী এককের ফাইনাল ম্যাচে কানাডিয়ান তারকা টেনিসার লেইলা ফার্নান্দেজকে সরাসরি সেটে হারিয়ে মাত্র ১৮ বছর বয়সে গ্র্যাড স্ল্যাম জিতলেন রাদুকানু। এই জয়ের মাধ্যমে ১৪০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী টেনিসার হিসেবে বাছাইপর্ব থেকে সোজা ফাইনাল জেতার কীর্তি অর্জন করলেন। আর দীর্ঘ ৪৪ বছর পর ব্রিটেনকে এনে দিলেন নারী গ্রান্ড স্ল্যামের স্বাদ।
এবারের ইউএস ওপেনটা যেভাবে শুরু করেছিলেন, রাদুকানু শেষটাও করলেন সেভাবেই। আরেক কিশোরী লেইলাহকে উড়িয়ে দিলেন ৬-৪, ৬-৩ গেমে, সরাসরি সেটে। আমেরিকান টেনিস কন্যা সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় নারী টেনিস খেলোয়াড় হিসেবে একটিও সেটে না হেরে চ্যাম্পিয়ন হলেন রাডুকানু। সেইসঙ্গে ৫৩ বছর পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জিতলেন এমা। টেনিসের উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় যিনি বাছাইপর্ব পেরিয়ে এসে ইউএস ওপেনের সেমিফাইনাল খেলেছেন এবং ফাইনাল খেলে শিরোপা জিতেছেন। তাছাড়া এটা ছিল তার দ্বিতীয় কোনো বড় টুর্নামেন্টে অংশ নেওয়া। এর আগে মারিয়া শারাপোভা সবচেয়ে কম বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠেছিলেন। এবার তাকেও পেছনে ফেলে মাত্র ১৮ বছর বয়সী এই নারী টেনিসার। আর ফাইনাল জিতে গড়লেন ইতিহাস।