আ জ ম নাছির গোল্ডকাপ ফুটবল সেমিফাইনালে নেমা একাডেমি

8

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত কে এম এজেন্সী ও মেসার্স বাকলিয়া কন্সট্রাকশনের পৃষ্ঠপোষকতায় ২য় বারের মতো সাবেক মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে নেমা ফুটবল একাডেমি। গতকাল তারা প্রথম কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ব্যবধানে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত ছিল। নগরের কলেজিয়েট স্কুলের মাঠে অনুষ্ঠিত গতকালকের খেলার প্রথমার্ধে কোন দল গোল আদায় করে নিতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে নেমা ফুটবল একাডেমি। কিন্তু বিষাদ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ মিনিট পর কর্নার থেকে অসাধারণ ফ্রি কিকে দলকে সমতা ফেরান মো. জুয়েল। ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে নিয়মানুযায়ী ম্যাচটি সরাসরি টাইব্রেকারে গড়ায়। তাতে ৪-৩ গোলে জয়লাভ করে নেমা ফুটবল একাডেমি।
খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মো. জুয়েল। খেলা শেষে তাকে পুরস্কার তুলে দেন মাদারবাড়ী উদয়ন সংঘের সাধারণ মানুষের মো. নুরুল আমিন। আজ বিকাল সাড়ে ৩ টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মাদার্শা একাদশ বনাম শহীদ মহিম একাডেমি।