আড়াই মাস মাঠের বাইরে নেইমার

132

বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে চাওয়া নেইমার যোগ দিয়েছিলেন ফরাসি ক্লাব পিএসজিতে। ব্রাজিলিয়ান সুপারস্টার চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জিততে। কিন্তু, গত মৌসুমে ইনজুরিতে পড়ে প্রায় চার মাস মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছিল। পিএসজিও ছিটকে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের আসর থেকে। আবারো চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে নেইমারের খেলা হচ্ছে না।
ফরাসি কাপের শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার ম্যাচে চোটে পড়েন নেইমার। স্ট্রাসবুর্গের বিপক্ষে অ্যাঞ্জেল ডি মারিয়া ও এডিনসন কাভানির গোলে ২-০ তে জয় তুলে আসরের শেষ ষোলোয় পৌঁছেছে পিএসজি। দ্বিতীয় পর্বের এই ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়েন নেইমার। মাঠের বাইরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরলেও পরে কাঁদতে কাঁদতে আবারো মাঠ ছাড়েন নেইমার। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার মোয়াতাজ জেমজেমির ধাক্কা সামলাতে না পেরে মাটিতে পড়ে যান ব্রাজিল তারকা। ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান। সেই ম্যাচে ইনজুরির পর নেইমারকে হাসপাতালে নেয়া হয়। এরপর ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, তার ডান পায়ের ফিফথ মেটাটারসাল ছিড়ে গেছে। রাশিয়া বিশ্বকাপের আগে এমন ইনজুরিতে পড়েই অস্ত্রোপচার করাতে হয়েছিল নেইমারকে। তাই নেইমার ঠিক কবে ফিরছেন, সেটা আগে থেকে নিশ্চিত বলতে পারেননি পিএসজির কোচ টমাস টুখেল। এই ইনজুরিতে ১০ সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিল তারকা।